Friday, January 8, 2016

“নবাবগঞ্জে বিসিএল ক্রিকেট টুর্নামেন্টে বাহ্রা রয়্যালস্‌ এর স্পন্সর 24khobor.com”

“নবাবগঞ্জে বিসিএল ক্রিকেট টুর্নামেন্টে বাহ্রা রয়্যালস্‌ এর স্পন্সর 24khobor.com”

“নবাবগঞ্জে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বাহ্রা রয়্যালস্‌ এর স্পন্সর 24khobor.com”
নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নে “বাহ্রা ক্রিকেট লীগ(বিসিএল)” ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
গত ৪ই জানুয়ারি বাহ্রা তরুণ সংঘ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী করা হয়। টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহন করে। প্রতিদ্বন্দ্বী দলগুলো হচ্ছে, বাহ্রা রয়্যালস্‌, বাহ্রা ভিক্টোরিয়ান্স, বাহ্রা কিংস্‌ ও বাহ্রা গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাহ্রা ভিক্টোরিয়ান্সকে ৮ উইকেটে পরাজিত করে বাহ্রা গ্ল্যাডিয়েটরস। এছাড়া আগামী ১১ই জানুয়ারি টুর্নামেন্টের ২য় খেলায় মাঠে নামবে বাহ্রা রয়্যালস্‌ ও প্রতিপক্ষ বাহ্রা কিংস্‌।
উক্ত টুর্নামেন্টে বাহ্রা রয়্যালস্‌ এর গর্বিত স্পন্সর ও মিডিয়া পার্টনার হিসেবে পাশে থাকবে টোয়েন্টিফোর খবর ডটকম। আগামী ১১ই জানুয়ারি টোয়েন্টিফোর খবর ডটকমের লোগো সংবলিত জার্সি গায়ে বাহ্রা রয়্যালস্‌ এর হয়ে মাঠে নামবে,- কাজী রাব্বি(আইকন), রিপন, উজ্জ্বল, হামিদ, শাহিন, নাইম, মিঠু, সোহেল, মাহিন, রবিন, সজীব, সৌরভ, মুবিন, জসিম, তমাল, মোঃরাব্বি ও ইমরান মোল্লা।
অনলাইন ডেস্ক; www.24khobor.com

 

Most Featured Product

www.brandbazaarbd.com

No comments:

Post a Comment