Friday, January 8, 2016

“মাদক ও ইভটিজিং প্রতিরোধে ২৪ খবর ডটকমের সম্পাদক আসাদুজ্জামান ”

“মাদক ও ইভটিজিং প্রতিরোধে ২৪ খবর ডটকমের সম্পাদক আসাদুজ্জামান ”

557883_3305262883483_83707543_n
আগামী ১৭ অক্টোবর ২৪ খবর ডটকমের(24khobor.com) সৌজন্যে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন ও র‍্যালীর আয়োজন করা হয়েছে, উক্ত মানববন্ধন ও র‍্যালীর মাধ্যমে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে ২৪ খবর ডটকমের(24khobor.com) সম্পাদক আসাদুজ্জামান সর্বস্তরের জনমানুষকে দলমত নির্বিশেষে যোগদান করে মানববন্ধন ও র‍্যালী সফল করে তোলার জন্যে সকলকে আহবান করেন। তিনি আরও বলেন,
আগামী ১৭ অক্টোবর আয়োজিত মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন ও র‍্যালীর মূল স্লোগান ‘মাদকাসক্ত ও ইভটিজিংকারী কোন দলভুক্ত নয়, তার যেন উপযুক্ত শাস্তি হয়’ এই লক্ষ্যে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের অভিবাবকদের মাদক ও ইভটিজিং এর বিষয়ে আরও সচেতন হতে হবে।আমাদের সন্তানরা কোন প্রকার হেনস্থার শিকার অথবা মানসিক বিপর্যয়গ্রস্থ কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। সন্তানদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সন্তানদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তাদের সাথে মুক্ত আলোচনা করার মাধ্যমে এ ধরনের সমস্যা অনেকটাই নির্মূল করা সম্ভব।
6 Feet x 8 Feet
এছাড়া আমরা আগামীতে প্রত্যেকটি স্কুল ও কলেজ পর্যায়ে মাদক ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়াদির উপর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এছারাও প্রত্যেকটি স্কুল ও কলেজে ২৪ খবর ডটকমের(24khobor.com) সৌজন্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক ব্যানার লাগানো হবে, ইভটিজিং এর কারণ ও ইভটিজিং এর শিকার বা তদ্রূপ কোন প্রকার নাশকতা দেখা গেলে তাৎক্ষনিক করণীয় বিষয়গুলো উল্লেখ থাকবে।পাশাপাশি প্রত্যেকটি স্কুল ও কলেজের নিরাপদে স্কুলে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত প্রতিনিধি নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে, যারা মাদক ও ইভটিজিং প্রতিরোধে ২৪ খবর ডটকম(24khobor.com), আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন গনমাধ্যমকে প্রতিনিয়ত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সহযোগিতা করে থাকবে। ‘মাদকাসক্ত ও ইভটিজিংকারীর বিরুদ্ধে আমাদের শক্তহাতে রুখে দাঁড়াতে হবে। অপরাধী যাতে সমাজের শ্রেনীভেদের আওতায় অথবা কোন প্রকার রাজনৈতিক আশ্রয়ে বেরিয়ে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আসুন আমরা সমাজের সর্বস্তরের মানুষ ভেদাভেদ ভুলে একত্রে সমবেত হয়ে মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলি এবং এ সকল সমস‍্যা নির্মূল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসি।
অনলাইন ডেস্ক; 24khobor.com

 

Most Featured Product



www.brandbazaar.com

No comments:

Post a Comment