Friday, January 8, 2016

“নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের র‌্যালিং ভেঙ্গে ৬ ছাত্র আহত”

“নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের র‌্যালিং ভেঙ্গে ৬ ছাত্র আহত”

“নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের র‌্যালিং ভেঙ্গে ৬ ছাত্র আহত”
ঢাকার নবাবগঞ্জ উপজেলা নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিড়ির র‌্যালিং ভেঙ্গে ৬ ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ইস্রাফিল (১৩), আহাত (১৩), আবির হোসেন (১৩), রাতুল ইসলাম লিজন (১৩), সবুজ বাড়ৈ (১১) ও রাতুল হাসান (১২)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুুপুরে স্কুলে ছুটির পর ছাত্ররা নামতে গেলে সিড়ির র‌্যালিং ভেঙ্গে যায়। এ সময় ৬ ছাত্র আহত হয়। পরে শিক্ষকের দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার হলি কেয়ার হাসপাতালে ভর্তি করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে।
অনলাইন ডেস্ক; www.24khobor.com

 

Most Featured Product


www.brandbazaarbd.com

No comments:

Post a Comment