Friday, January 8, 2016

“নবাবগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নির্বাচনে সভাপতি আবু শফিক খন্দকার”

“নবাবগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নির্বাচনে সভাপতি আবু শফিক খন্দকার”
নবাবগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বোর্ড সভাপতি নির্বাচনে ১০ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন আবু শফিক খন্দকার মাসুদ। এ যাবত তিনি ১০ বার সভাপতি ও ৪ বার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ৭ই জানুয়ারি সমিতির বোর্ড সভা কক্ষে ১৩ জন এলাকা পরিচালকের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃরবিউল হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন আবু শফিক খন্দকার এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আরিফুল হাসান, সচিব মোঃআলীম বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃআমির হোসেন, পরিচালক গাজি জাকির হোসেন ও জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
অনলাইন ডেস্ক; www.24khobor.com

 

Most Featured Product


www.brandbazaarbd.com

No comments:

Post a Comment