Friday, January 8, 2016

“নবাবগঞ্জের নুরনগরে মনোমুগ্ধকর বাউল সংগীত উৎসব”

“নবাবগঞ্জের নুরনগরে মনোমুগ্ধকর বাউল সংগীত উৎসব”

“নবাবগঞ্জের নুরনগরে মনোমুগ্ধকর বাউল সংগীত উৎসব”
নবাবগঞ্জ উপজেলার নুরনগর গ্রামে মীরের ডাঙ্গি ও নুরনগর তরুনসঙ্ঘের উদ্যেগে এক মনোমুগ্ধকর বাউল সংগীত উৎসবের আয়োজন করা হয়।
উক্ত সংগীত উৎসবে শ্রোতাদের গান পরিবেশন করেন বিশিষ্ট বাউল সংগীত শিল্পী পরশ আলী দেওয়ান ও বাউল সংগীত শিল্পী সপ্না সরকার। অনুষ্ঠানের শুরুতেই সংগীত শিল্পী পরশ আলী দেওয়ান বাঙ্গালীর অর্জন ১৬ ডিসেম্বর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে লেখা একটি গান পরিবেশন করেন ও পরে একে একে গান গেয়ে ভক্তদের হৃদয় মাতিয়ে তোলেন।
IMG_1356
উক্ত বাউল সংগীত উৎসবে সভাপতিত্ব করেন আল গালীম সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নাসির উদ্দিন আহমেদ ঝিলু, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মরিয়ম জালাল শিমু, জনাব আসাদুজ্জামান,সম্পাদক,টোয়েন্টিফোর খবর ডটকম, সুকুমার হালদার,সাধারন সম্পাদক,বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগ, জনাব মীর আরিফ হোসেন, জনাব সেলিম, জনাব গনি মোল্লা, জনাব আবদুল্লাহ, জনাব মিনাল মিয়া, জনাব হাবীব বেপারী, জনাব হুকুম আলী বেপারীসহ আরও অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক; www.24khobor.com
 

Most Featured Product



IMG_1374

No comments:

Post a Comment